ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ভাস্কর্য বিরোধী অপতৎপরতা রুখতে খুবির মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
ভাস্কর্য বিরোধী অপতৎপরতা রুখতে খুবির মানববন্ধন ভাস্কর্য বিরোধী অপতৎপরতা রুখতে খুবির মানববন্ধন

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা স্কুলের উদ্যোগে ‘ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রধান জাহিদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস।

বক্তারা বলেন, ‘ভাস্কর্য নিয়ে যে অপতৎপরতা চলছে, তা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। যে অশুভ শক্তি এ অপতৎপরতা চালাচ্ছে সেই অশুভ শক্তির বিরুদ্ধে সাহস করে রুখে দাঁড়াতে হবে। মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরেুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ’

এসময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের অধীন তিনটি বিভাগের প্রধানসহ শিক্ষক এবং অন্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।