ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হাবিপ্রবিতে ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২
হাবিপ্রবিতে ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দিনাজপুর: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১২ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১, সেমিস্টার-১-এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।



ওরিয়েন্টেশন অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল মান্নান আকন্দ।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন।

প্রধান অতিথি বলেন, এ বিশ্ববিদ্যালয় উত্তর জনপদের জন্য আশীর্বাদ। এ বিশ্ববিদ্যালয়কে  সেরা বিদ্যাপীঠে পরিণত করতে আজকের নবীন শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় সাফল্যের ধারা অব্যাহত রেখে উন্নত জাতি গঠনে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক ড. এটিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. মিজানুর রহমান, এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং হাবিপ্রবি’র সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল হামিদ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিস খান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায়, প্রক্টর ডা. এসএম হারুন-উর-রশীদ, ডরমেটরি কাউন্সিলের আহবায়ক ড. মো. শাহাদৎ হোসেন খান প্রমুখ।

এ সময় ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়, কৃষি অনুষদের ছাত্র শহীদুল ইসলাম ও বিজনেস স্টাডিজ অনুষদের বৈশাখী হিজ্ঞা।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad