ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত ...

ব‌রিশাল: মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তনের জন্য নীতিমালা প্রণয়নে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ক‌মি‌টি‌তে আহ্বায়ক হিসেবে রয়েছেন ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

কমিটির সদস্যরা হলেন— ব‌রিশা‌লের বিভাগীয় ক‌মিশনার ড. অমিতাভ সরকার, বিশ্ববিদ্যাল‌য়ের আইন বিভা‌গের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার। কমিটিতে সদস্য-সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যাল‌য়ের রে‌জিস্টার (অতিরিক্ত দা‌য়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় চলমান মুজিব বর্ষের মধ্যেই বিশ্ববিদ্যালয়টিতে বঙ্গবন্ধু চেয়ারের কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলা‌দেশ সময়: ২৩১১ ঘণ্টা, সে‌প্টেম্বর ১৩, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।