ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল এসএমসি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
জাবিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল এসএমসি সুরক্ষা সামগ্রী হস্তান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, স্যানিটাইজার প্রদান করেছে সোস্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এসএমসির কোয়ালিটি এ্যাসুরেন্স বিভাগের ব্যবস্থাপক ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী আনিসুর রহমান জুয়েল বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান তা গ্রহণ করেন।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে কেএন-৯৫ মাস্ক, সার্জিকাল মাস্ক, ওরস্যালাইন এবং হ্যান্ড স্যানিটাইজার।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে আনিসুর রহমান বলেন, সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এসএমসি এসব স্বাস্থ্য সামগ্রী প্রদান করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগদের স্বাস্থ্য সুরক্ষায় এসএমসি পাশে থাকতে পেরে আনন্দিতবোধ করছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।