ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি সঙ্গে জড়িতদের শাস্তির দাবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি সঙ্গে জড়িতদের শাস্তির দাবি  মানববন্ধন। ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির রহস্য জনসম্মুখে প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।

এ সময় কম্পিউটার চুরির রহস্য জনসম্মুখে প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।  

মানববন্ধন চলাকালে শিক্ষার্থী এস এম ফাহাদ সার্জিল, শেখ তারেক, বাবুল সিকদার ও মো. জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।  
বক্তরা, কম্পিউটার চুরির পরিকল্পনাকারীদের নাম প্রকাশ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।

প্রসঙ্গত, ঈদের ছুটি চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩৪টি কম্পিউটারসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে চার বারে দেড় শতাধিক কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।