ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রোববার সীমিত পরিসরে খুলছে শাবিপ্রবির দাপ্তরিক কার্যক্রম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ৩০, ২০২০
রোববার সীমিত পরিসরে খুলছে শাবিপ্রবির দাপ্তরিক কার্যক্রম

শাবিপ্রবি (সিলেট): স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (৩১ মে) থেকে সীমিত পরিসরে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দাপ্তরিক কার্যক্রম।

শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি ও শারীরক দূরত্ব নীতিমালা অনুসরণ করে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অতিপ্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পাদন, শিক্ষকদের অনলাইনে ক্লাস নেওয়ার সহযোগিতা, বিভিন্ন গবেষণার সুবিধার্থে ও বিভিন্ন বিভাগ/দপ্তরের রাজস্ব এবং উন্নয়ন খাতের বরাদ্দকৃত ক্রয় কার্যসম্পদ ও ভবনাদি রক্ষণাবেক্ষণের স্বার্থে সীমিত পরিসরে শুধুমাত্র প্রশাসনিক অফিসসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ৩০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad