ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

১৫ জুন পর্যন্ত বন্ধ থাকছে রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ২৯, ২০২০
১৫ জুন পর্যন্ত বন্ধ থাকছে রাবি

রাবি: চলমান করোনা পরিস্থিতিতে ১৫ জুনের আগে খুলছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। 

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৈঠকের আগে বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম চালুর ব্যাপারে মত জানালেও এ সংক্রান্ত ইউজিসির এক নির্দেশনা অনুসরণে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, উপাচার্য মহোদয় আমাদের আগেই ডেকেছিলেন। এরই মধ্যে ইউজিসির একটি নির্দেশনা আসে। তাতে বলা হয়, ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, যেহেতু ইউজিসি একটি নির্দেশনা দিয়েছে, তাই আমরা তা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এখনই বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা হচ্ছে না। ১৫ জুনের আগে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘন্টা, মে ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।