ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

করোনার মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের চেক ব্যাংকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ৭, ২০২০
করোনার মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের চেক ব্যাংকে

ঢাকা: করোনা পরিস্থিতির মধ্যেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতরের উৎসব ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আটটি চেক হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
 
মাউশির উপরিচালক মো. রুহুল মমিন জানান, আগামী ১৪ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ঈদ-উল-ফিতরের উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।


 
গত মার্চ থেকে করোনার দুর্যোগ শুরু হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের চেক ওই মাসের ২৮ তারিখেই ব্যাংকের পৌঁছেছে বলেও জানান রুহুল মমিন।
 
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।