ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মুনতাসীর মামুন খবর নিলেন খুবির শিক্ষক-শিক্ষার্থীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ৭, ২০২০
মুনতাসীর মামুন খবর নিলেন খুবির শিক্ষক-শিক্ষার্থীদের

খুলনা: হাসপাতালের বেডে শুয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন করোনায় আক্রান্ত প্রখ্যাত ইতিহাসবিদ-শিক্ষক ড. মুনতাসীর মামুন। প্রায় সপ্তাখানেক তিনি হাসপাতালে। এর মধ্যে আইসিইউতেও ছিলেন।  দুদিন হলো নেওয়া হয়েছে কেবিনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য।  

এখনও তিনি পুরোপুরি সুস্থ নন।

তার শরীর দুর্বল এবং গলার স্বরও পুরো স্পষ্ট এর মধ্যেও বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সঙ্গে ফোনালাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারীদের খোঁজ-খবর নেন। তিনি বিশেষভাবে জানতে চান বিশ্ববিদ্যালয়ের সবাই ভালো আছেন কিনা এবং কেউ করোনায় আক্রান্ত হয়েছে কিনা?

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তার এই মমত্ববোধ এবং একান্ত ভালোবাসায় উপাচার্য তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও  দ্রুত তার আরোগ্য কামনা করেন।

বাংলাদেশ সময় : ১৬৪১ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad