ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হচ্ছে কোয়ারেন্টিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হচ্ছে কোয়ারেন্টিন

সিলেট: করোনা ভাইরাস মোকাবিলায় আক্রান্তের পরিস্থিতি বিবেচনায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোকে কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় জরুরি কিছু পদক্ষেপ নিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার।

রোববার (২২ মার্চ) দুপুর ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত সিলেটের দক্ষিণ সুরমা আলমপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসনসহ বিভিন্ন দফতর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

তার সভাপতিত্বে হওয়া বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় চিকিৎসাসেবায়। চিকিৎসকদের সবাইকে নিজ দায়িত্বে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে বলা হয়, করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করলেও এখনো সিলেট নগরীর জনাকীর্ণতা কমেনি। তাই জনসমাগম এড়াতে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ ও ফুটপাত থেকে হকার সরিয়ে দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আর প্রবাসীদের নিয়ন্ত্রণ করতে যেকোনো একটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের প্রস্তাবনা ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া চিকিৎসকরা যেকোনো পরিস্থিতিতে যাতে সহযোগিতা অব্যাহত রাখেন এবং নগর স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রাখার বিষয়েও আলোচনা হয়। আর বেসরকারি হাসপাতালগুলোর সম্পৃক্ততায় সোমবার ওইসব হাসপাতালের পরিচালকদের নিয়ে সভা আহ্বান করেছেন বিভাগীয় কমিশনার।

বৈঠক সূত্র জানায়, পরিস্থিতি মোকাবিলায় জরুরি আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।