bangla news

হাবিপ্রবির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-১৮ ১০:৫১:৩৯ এএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)

দিনাজপুর: বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করা করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এমতাবস্থায় হল সুপার কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র-ছাত্রীদের বুধবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো এবং আগামী ৩১ মার্চ দুপুর ১২টায় পুনরায় হল খুলে দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট হল সুপার সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2020-03-18 10:51:39