ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

ঢাকা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, সহকারী অধ্যাপক মো. আশরাফজ্জামান, প্রোগ্রামার অনিত কুমার রায়সহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতির পিতার আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের একযোগে কাজ করে যেতে হবে।  

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহবান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।