ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ

ঢাকা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবার প্রো-ভিসি নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. হাসিবুর রশীদকে বেরোবির ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন অনুযায়ী মঙ্গলবার (১০ মার্চ) তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।



প্রো-ভিসির আদেশে বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এই পূর্বেই এ নিয়োগ বাতিল করতে পারবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।  

প্রো-ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।

আর ট্রেজারারের আদেশে বলা হয়, ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এই পূর্বেই এ নিয়োগ বাতিল করতে পারবেন। রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনের ১৩ ধারা অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করবেন।

তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।