bangla news

জেডিসি: মাদ্রাসা বোর্ডে পাসের আধিক্য, জিপিএ-৫ কম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-১২-২৮ ১১:১৪:৫৪ এএম

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মাদ্রাসা বোর্ড গত বছরের তুলনায় ভাল ফল করলেও সাধারণ বোর্ডগুলোর তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক কম।

ঢাকা: জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মাদ্রাসা বোর্ড গত বছরের তুলনায় ভাল ফল করলেও সাধারণ বোর্ডগুলোর তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক কম।

এবছর সাধারণ শিক্ষার আটটি বোর্ড থেকে ১৪ লাখ ৯০ হাজার ৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১২ লাখ ৩১ হাজার ৮৮০ জন। পাসের হার ৮২ দশমিক ৬৭ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ৮৩৮ শিক্ষার্থী।

অপরদিকে মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ৭৪ হাজার ৯০৩ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ হাজার ১৪ জন। পাসের হার ৮৮ দশমিক ৭১ ভাগ।

গত বছর মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার ৬৩ জন। পাস করেছে ১ লাখ ৯৭ হাজার ৭৭২ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ০৩ ভাগ। জিপিএ-৫ অর্জন করে ৫০৪ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থী, উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়লেও সাধারণ শিক্ষা বোর্ডের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা তেমন বাড়েনি।

এবার যেখানে সাধারণ শিক্ষা বোর্ডে ১২ লাখ ৩১ হাজার ৮৮০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ৮৩৮ জন। সেখানে মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৭৪ হাজার ৯০৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ হাজার ১৪ জন।

এমনকি মাদ্রাসা বোর্ডের সেরা বিশের মধ্যে ১১টি মাদ্রাসা থেকে শতভাগ পাস করলেও সেখানে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা তুলনামূলক কম।

এরমধ্যে তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা (প্রথম) থেকে ১২৯ জনের সকলে পাস করলেও জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৫ জন।

এছাড়া গাজীপুরের তামিরুল মিল্লাত মাদ্রাসা (পঞ্চম) থেকে ২১৮ জনের মধ্যে ১৫ জন, চট্টগ্রাম জামিয়া আহমাদিয়া সুন্নী মহিলা মাদ্রাসায় (সপ্তম) ৫৭ জনে ১১ জন, ঢাকার হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় (নবম) ৬৪ জনে ৮ জন ও মুহাম্মাদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় (দশম) ৫১ জনে ৫ জন, নরসিংদীর জামিয়া-ই-কাসেমিয়া মাদ্রাসায় (১১তম) ১৪০ জনে ১১ জন, মুন্সিগঞ্জের মাথাভাঙা মহিলা আলিম মাদ্রাসায় (১২তম) ৪৯ জনে ৮ জন, খুলনা কামিল মাদ্রাসায় (১৪তম) ৬৭ জনে ৯ জন, লক্ষ্মীপুর টুমচর ফাজিল মাদ্রাসায় (১৫তম) ৮৩ জনে ৮ জন, রংপুর জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসায় (১৬তম) ৪৪ জনে ৫ জন এবং কক্সবাজার তায়েবিয়া তাহেরিয়া সুন্নী দাখিল মাদ্রাসায় (২০তম) ৫৬ জনে মাত্র ২ জন জিপিএ-৫ অর্জন করেছে।

বুধবার সাধারণ আটটিসহ মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশিত হয়। তবে ফলাফলে বিষয়ভিত্তিক কোন পরিসংখ্যান দেওয়া হয়নি। এতে বিভিন্ন বোর্ডের বিষয়ভিত্তিক সাফল্য বা দুর্বলতাগুলো যেমন খুঁজে বের করা সম্ভব হয়নি, তেমনি মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ এর হার কম হওয়ার কারণ সম্পর্কে কেউ কোন তথ্য দিতে পারেনি।

তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, বিষয়ভিত্তিক ফলাফল দেওয়া হয়নি। ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক ফল তিনি নিজ উদ্যোগে করেছেন বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-12-28 11:14:54