ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জেএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৩৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় ৯২ হাজার ৬শ ৭৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।



৯২ হাজার ৬শ ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৭ হাজার ২শ ৩৫ জন। এর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৮শ ৭৩ জন ও ৪৩ হাজার ৩শ ৬২ জন ছাত্রী।

আজ বিকাল সাড়ে ৩টায় সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মনির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

কৃতকার্য  পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাসের হার ৮৪.০৫ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৮২.৭৯ শতাংশ।

এবার বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৭শ ৪৮ জন। এর মধ্যে ৩শ ৯৭ জন ছাত্র ও ৩শ ৫১ জন ছাত্রী।

ফলাফলে বোর্ডে ১ম স্থানে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ, ২য় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ৩য় ব্লু-বার্ড হাই স্কুল সিলেট, ৪র্থ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেট, ৫ম সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট, ৬ষ্ঠ বার্ডস রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল শ্রীমঙ্গল, ৭ম বর্ডার গার্ড পাবলিক স্কুল সিলেট, ৮ম বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ, ৯ম দ্য ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার, ১০ম সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ।

১১তম স্কলার’স হোম, ১২তম আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার, ১৩তম গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাধবপুর, ১৪তম মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, ১৫তম শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজ সিলেট, ১৬তম জুড়ী উচ্চ বিদ্যালয়, ১৭তম সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, ১৮তম রোকেয়া খাতুন লাইসিয়াম বিদ্যালয় বড়লেখা, ১৯তম সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, ২০তম এইডেড হাই স্কুল সিলেট।

বাংলাদেশ সময় : ১৬৪৪ ঘণ্টা, ২৮ ডিসেম্বও ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।