ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ঢাবির দুই ছাত্র বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ঢাবির দুই ছাত্র বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়: চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জোবায়ের আহম্মেদ শান্ত ও  মো. আল আমিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি (শনিবার) হাইকোর্ট সংলগ্ন রাস্তায় এক ট্রাক ড্রাইভারকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বিশবিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহম্মেদ শান্ত  (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আল আমিন  (শিক্ষাবর্ষ ২০১৭-১৮)।

এদিকে অভিযুক্ত এ দুই শিক্ষার্থীকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে লিখিত জবাব দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪,২০২০
এসকেবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।