ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বরিশালে বাকবিশিসের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
বরিশালে বাকবিশিসের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বরিশালে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিভাগীয় প্রতিনিধি সভা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বৈষম্যহীন, অসাম্প্রদয়িক, বিজ্ঞানমনষ্ক শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবির মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) মঙ্গলবার বেলা ১১টায় নগরের সদররোডের কীর্তনখোলা মিলনায়তন এ সভার আয়োজন করে বাকবিশিস’র বিভাগীয় কমিটি।

বাকবিশিস বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর।

এসময় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ মো. মশিউর রহমান, অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, অধ্যাপক ইফতিয়ার হোসেন পান্ন, উপাধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, অধ্যাপক আ. ছালাম, অধ্যাপক দুলাল মজুমদার, অধ্যাপক নিরঞ্জন হালদার, উপাধ্যক্ষ আনায়ারুল হক, অধ্যাপক টুনু রানী কর্মকার, অধ্যাপক মো. হুমাউন কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।