ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘মাস্টার কুইজ ২০২০’

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘মাস্টার কুইজ ২০২০’ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘মাস্টার কুইজ ২০২০’

ঢাকা: ‘উই আর লিডারস’ সংগঠনের উদ্যোগে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটতে আয়োজিত হতে যাচ্ছে ‘মাস্টার কুইজ’ নামে ব্যবসা শিক্ষা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো লেভেলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

দু’টি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এমসিকিউ পদ্ধতি অনুসরণে প্রথম রাউন্ডে ২৫ মিনিটে ৩০টি ও দ্বিতীয় রাউন্ডে ১৫ মিনিটে ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রতিযোগিতার প্রথম রাউন্ড আগামী ১৭ মার্চ ও দ্বিতীয় রাউন্ড এবং পুরস্কার বিতরণী আগামী ২৫ মার্চ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে।  

গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ কুইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।