bangla news

রাতে এসএসসি পরীক্ষা দিল মুকসুদপুরের ২৮ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৬ ১২:০৯:৪০ এএম
রাতে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

রাতে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: ধর্মীয় বিধানে শনিবার দিনের বেলা লেখা নিষেধ। তাই রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৮ শিক্ষার্থী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গোপালগঞ্জের মুকসুদপুরে তাদের পরীক্ষা নেওয়া হয়। খ্রিষ্টধর্ম পরীক্ষা ছিল তাদের।

এদের মধ্যে মেয়ে ১৩ জন এবং ছেলে ১৫ জন ছিল। যদিও ২৯ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা সময়টিতে। কিন্তু একজন অনুপস্থিত ছিল জানিয়েছেন কেন্দ্রসচিব মিনতী বৈদ্য।

তিনি বলেন, এসব পরীক্ষার্থীর সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের। এদের ধর্মীয় বিধানে শনিবার দিনের বেলা লেখা নিষেধ। তাই রাতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়।

এদিকে, এবার এসব শিক্ষার্থীকে একই কারণে এসএসসির আরও একটি পরীক্ষা রাতে দিতে হবে। সেটি ২২ ফেব্রুয়ারি শনিবার।

বাংলাদেশ সময়: ০০০২ ফেব্রুয়ারী ১৬, ২০২০
টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   গোপালগঞ্জ শিক্ষা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-16 00:09:40