bangla news

বিএম কলেজে বসন্ত উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৫ ৭:০৮:১৭ পিএম
বসন্ত উদযাপন উপলক্ষে ছিল নানা আয়োজন। ছবি: বাংলানিউজ

বসন্ত উদযাপন উপলক্ষে ছিল নানা আয়োজন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলেজের জীবনানন্দ দাশ চত্বরে বসন্ত উপলক্ষে ছিল নানা আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান।

জেলা প্রশাসক বলেন, শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুনকে বরণ করার উৎসব হচ্ছে বসন্ত। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে সারা দেশে আয়োজন করা হচ্ছে বসন্ত উৎসব।

সংস্কৃতি পরিষদের সভাপতি খায়রুল হাসান সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এমএস/এইচএডি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-15 19:08:17