ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইংরেজি দ্বিতীয়পত্রে সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৯৯, বহিষ্কার ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
ইংরেজি দ্বিতীয়পত্রে সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৯৯, বহিষ্কার ৭

সিলেট: ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় সিলেট বোর্ডে ৩৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এদিন বোর্ডের অধীনে ১৪৬ কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৯৪ হাজার ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৯৪ হাজার ১২১ জন।

এই বিষয়ে অনুপস্থিত ছিলো ৩৯৯ জন।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তিনজন, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিনজন ও নবীগঞ্জ উপজেলায় একজনকে বহিষ্কার করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কা করা হয়। বহিষ্কৃতরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর, গোবিন্দপুর ও দেবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।