ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রাথমিক সমাপনী: সুনামগঞ্জে ৬৭৪টি বিদ্যালয়ে শতভাগ পাস

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

সুনামগঞ্জ: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১১ এ সুনামগঞ্জে ১৯১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১১০টি এবতেদায়ী মাদ্রাসার মধ্যে ৬৭৪টি বিদ্যালয় শতভাগ পাস করেছে।

জেলার বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসের দেয়া শতভাগ পাসের বিদ্যালয়ের তালিকা দেয় হল-

দিরাই উপজেলায় ২৫৭টি বিদ্যালয়ের মধ্যে ৫৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শতভাগ পাস করেছে।



বিশ্বম্ভরপুর উপজেলায় ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১ এনজিও স্কুল শতভাগ পাস করেছে।

তাহিরপুর উপজেলায় ২২৭টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে ৬৫টি বিদ্যালয়।  

ছাতক উপজেলায় ২০২টি বিদ্যালয়ের মধ্যে ১২৯টি বিদ্যালয় শতভাগ পাস করেছে।

দোয়ারা বাজার উপজেলায় ১২৮টি বিদ্যালয়ের মধ্যে ৮০টি বিদ্যালয় শতভাগ পাস করেছে।

জগন্নাথপুর উপজেলায় ১৭৮টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে ৮৬টি বিদ্যালয়।

জামালগঞ্জ উপজেলায় ১৬৪টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে সরকারী ও বেসরকারী ৮৫টি বিদ্যালয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১১০টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে সরকারী ৩১টি বিদ্যালয়সহ ৫৭টি বিদ্যালয়।

ধর্মপাশা উপজেলায় ১৮৭টি বিদ্যালয়ের মধ্যে ৯৭টি বিদ্যালয় শতভাগ পাস করেছে।  

সুনামগঞ্জ সদর উপজেলায় শতভাগ পাস করেছে মল্লিকপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সুনামগঞ্জ সদর উপজেলায় ১৮০টি বিদ্যালয়ের মধ্যে সরকারী ৩৯টি বিদ্যালয়সহ ৯২টি বিদ্যালয় শতভাগ পাস করেছে।

এর মধ্যে বড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯১জন ছাত্র/ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯১জনই পাস করে শত ভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

অপরদিকে, মল্লিকপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০জন পাস করেছে।

সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস শতভাগে পাসের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০১১সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সুনামগঞ্জ সদর উপজেলার ১৮০টি বিদ্যালয়ে ৪৩৫৭জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে, এর মধ্যে পাশ করেছে ৪১৩৮জন। জিপিএ-৫ পেয়েছে ১০৫জন।

বায়লাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।