bangla news

নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি প্রগতিশীল ছাত্রজোটের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২৮ ৪:২৬:০৪ পিএম
নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি প্রগতিশীল ছাত্রজোটের মানববন্ধন।

নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি প্রগতিশীল ছাত্রজোটের মানববন্ধন।

বরিশাল: সন্ত্রাস ও দখলমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শম্পা দাস।

এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্ট সদস্য নিলিমা জাহান, জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক সুজয় বিশ্বাস, বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কিশোর বালাসহ অন্যরা।

বক্তারা বরিশালসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস ও দখল মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পরে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মরকলিপি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএস/এফএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-28 16:26:04