bangla news

ফলাফল প্রকাশের দাবিতে বেরোবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২১ ৭:২৯:৪০ পিএম
বেরোবিতে বিভাগে তালা ঝুলিয়ে ফলাফলের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট। ছবি: বাংলানিউজ

বেরোবিতে বিভাগে তালা ঝুলিয়ে ফলাফলের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট। ছবি: বাংলানিউজ

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনার্সের ফলাফল প্রকাশের দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেছে জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে নিজ বিভাগের সামনে এ ধর্মঘট শুরু করে ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, চার বছরের মধ্যে অনার্স শেষ হওয়ার কথা থাকলেও ছয় বছরের মাথায় আমরা অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি। কিন্তু প্রায় তিন মাস পার হয়ে গেলেও আমাদের ফলাফল প্রকাশ করা হচ্ছেনা। ফলে বিভিন্ন সরকারি চাকুরিতে প্রতিদ্বন্দ্বিতাসহ কোন ধরনের চাকুরিতে অংশগ্রহণ করতে পারছিনা।

তারা জানান, এর আগে অনেক আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশের দাবি জানিয়ে তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমরা ফলাফল চাই। ফলাফল পেলেই আমরা আন্দোলন প্রত্যাহার করবো। 

ফলাফল প্রকাশ না হলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দেন ধর্মঘটে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এবি

ক্লিক করুন, আরো পড়ুন :   ধর্মঘট রংপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-21 19:29:40