bangla news

ঢাকা সিটির নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি ডাকসুর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১২ ৭:০৭:৪৫ পিএম
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ডাকসুর মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ডাকসুর মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা শিকদার, জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাদ্দাম হোসেন বলেন, অসাম্প্রদায়িক চেতনার আতুরঘর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় রয়েছে। সেই পরিচয়কে আঘাত করেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমরা মনে করি শুধু নির্বাচনের তারিখ পরিবর্তন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসেননি। একইসঙ্গে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে কেন ৩০ তারিখ সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। 
 
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসকেবি/এবি

ক্লিক করুন, আরো পড়ুন :   ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-01-12 19:07:45