bangla news

যশোরে ঐতিহ্যবাহী ‘তালপাতায় হাতেখড়ি’ ৪শ’ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১০ ৬:১৫:০৭ পিএম
যশোরে ঐতিহ্যবাহী ‘তালপাতায় হাতেখড়ি’ ৪শ’ শিশুর। ছবি- বাংলানিউজ

যশোরে ঐতিহ্যবাহী ‘তালপাতায় হাতেখড়ি’ ৪শ’ শিশুর। ছবি- বাংলানিউজ

যশোর: যশোরে উৎসবমুখর পরিবেশে গুরুজনদের হাত ধরে ঐতিহ্যবাহী তালপাতায় হাতেখড়ির মাধ্যমে শিক্ষাজীবনের সূচনা করেছে ৪শ’ কোমলমতি শিশু।   

শুক্রবার (১০ জানুয়ারি) হাতেখড়ির বাঙালি ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখতে উদীচী যশোর ব্যতিক্রমী এ আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গুণী মানুষেরা উপস্থিত হয়ে শিশুদের হাত ধরে তালাপাতার ওপর লিখিয়ে বিদ্যা অর্জনের শুভ সূচনা করেন। এ উপলক্ষে এদিন যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে বসেছিল শিশুদের মিলনমেলা। 

জাতীয় সঙ্গীতের পর উদীচীর সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হয় এ উৎসব। উৎসবের উদ্বোধন করেন- উদীচী যশোরের উপদেষ্টা অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল। 

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, হাতেখড়ি উৎসবের আহ্বায়ক খন্দকার রজিবুল ইসলাম, সদস্য সচিব চামেলী মুখার্জী প্রমুখ। 

যশোরে ঐতিহ্যবাহী ‘তালপাতায় হাতেখড়ি’ ৪শ’ শিশুর। ছবি- বাংলানিউজ

উৎসব সস্পর্কে উদীচী উপদেষ্টা কাজী আব্দুস শহীদ লাল বলেন, ২০১১ সাল থেকে উদীচী যশোরের উদ্যোগে হাতেখড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবে উদীচী যশোর পরিচালিত ‘অক্ষর শিশু শিক্ষালয়’-এর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীসহ ব্যাপিস্ট চার্চ বিদ্যালয়, সম্মিলনী ইনস্টিটিউশন, অংকুর কিন্ডার গার্টেন, নাজির শংকরপুর প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌমাছি স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর হাতেখড়ি হয়। আমন্ত্রিত অতিথি ও জেলার স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ শিশুদের হাতেখড়ি দেন।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০ 
ইউজি/এইচজে

ক্লিক করুন, আরো পড়ুন :   যশোর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-10 18:15:07