ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

উপাচার্যের আশ্বাসে ঢাবি শিক্ষার্থীদের অনশন স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
উপাচার্যের আশ্বাসে ঢাবি শিক্ষার্থীদের অনশন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চার দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে তাদের অনশন কর্মসূচি স্থগিত করেছেন। 

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান শিক্ষার্থীদের জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান।  

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী, ডাকসু বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা শিকদার রাকিবুল ইসলাম ঐতিহ্য প্রমুখ।

অনশন শুরু করা দর্শন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সিফাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভিসি স্যারের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি ২০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছি। আমরা চাই, এসময়ের মধ্যে আমাদের দাবির বাস্তবায়ন হোক এবং ধর্ষণ প্রতিরোধে সমাজের সবাই এগিয়ে আসুক, সচেতন হোক।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।