bangla news

জেএসসিতে যশোর বোর্ডে শীর্ষে সাতক্ষীরা, তলানিতে কুষ্টিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-৩১ ৩:০১:০৮ পিএম
যশোর শিক্ষাবোর্ডের ফলাফল ঘোষণা করছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। ছবি: বাংলানিউজ

যশোর শিক্ষাবোর্ডের ফলাফল ঘোষণা করছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯১ দশমিক শূন্য ৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন। যশোর বোর্ডে জেলাওয়ারি ফলাফলে শীর্ষে সাতক্ষীরা আর তলানিতে রয়েছে কুষ্টিয়া। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, প্রথম স্থানে থাকা সাতক্ষীরা জেলায় ২৫ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে হাজার ২২৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। দ্বিতীয় স্থানে খুলনা জেলায় ৩১ হাজার ৯২২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ৯১৭ জন। পাসের হার ৯৩ দশমিক ৭২ শতাংশ। তৃতীয় স্থানে যশোর জেলায় ৩৬ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩ হাজার ৫২৯ জন। পাসের হার ৯১ দশমিক ৬৫ শতাংশ। চতুর্থ স্থানে বাগেরহাট জেলায় ১৮ হাজার ৯০৬ পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ২৭৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১ দশমিক ৩৬ শতাংশ। পঞ্চম স্থানে মাগুরা জেলায় ১৫ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৯৩৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। ষষ্ঠ স্থানে মেহেরপুর জেলায় ১১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৪৯৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯০ দশমিক ১৭ শতাংশ। সপ্তম স্থানে ঝিনাইদহ জেলায় ২৮ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৭৬১ জন। পাসের হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ। অষ্টম স্থানে চুয়াডাঙ্গা জেলায় ১৭ হাজার ২৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৩৯০ জন। পাসের হার ৮৯ দশমিক শূন্য ৯ শতাংশ। নবম স্থানে নড়াইল জেলায় ১২ হাজার ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৮৪৬ জন। পাসের হার ৮৮ দশমিক ৭৯ শতাংশ। দশম স্থানে কুষ্টিয়া জেলায় ৩৫ হাজার ৬০৪ জনের মধ্যে ৩১ হাজার ৫৯৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, জেএসসিতে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। নির্ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে পারিবারিক সচেতনতা বাড়ায় ফলাফল ভালো হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ইউজি/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   জেএসসি-জেডিসি পরীক্ষা যশোর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-31 15:01:08