ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

দুর্নীতি ঢাকতে বহিরাগতদের নিয়ে নুরের মারামারি: রাব্বানী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
দুর্নীতি ঢাকতে বহিরাগতদের নিয়ে নুরের মারামারি: রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিজের দুর্নীতি ঢাকতে বহিরাগতদের নিয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর মারামারি করেছেন বলে অভিযোগ করেছেন জিএস গোলাম রাব্বানী। 

রোববার (২২ ডিসেম্বর) নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার পর সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন> ডাকসুতে মুক্তিযুদ্ধ মঞ্চের ভাঙচুর, ভিপি নুরকে মারধর

রাব্বানী বলেন, ‘ভিপি নুর নিজের দুর্নীতি ঢাকতে বহিরাগতদের নিয়ে ডাকসুকে ব্যবহার করে অরাজকতা করছেন।

নুর আহত হইছে না নিহত হইছে ডাজ নট ম্যাটার। আমাদের কথা হলো সে বহিরাগত নিয়ে কেন ডাকসুতে আসবে? বহিরাগতরা কীভাবে রড-চাপাতি নিয়ে ডাকসুতে ঢোকে?’

ডাকসুর জিএস বলেন, ‘আমরা তাকে ডাকসুতে চাই না, ও ফালতু কাজ করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাইরের ছেলেদের এনে এভাবে…, সে চরমভাবে প্রশ্নবিদ্ধ। ওকে ডাকসুতে ঢুকতে দেবো না। সে এখন পর্যন্ত ডাকসুর কাজ করেনি। পেঁয়াজ-তিস্তা নিয়ে আছে’।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ।  

এসময় নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ তিনজনকে কক্ষে আটকে মারধর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।