ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় প্রস্তুত হচ্ছে বিডিইউ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় প্রস্তুত হচ্ছে বিডিইউ

ঢাকা: আসন্ন চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় বিশ্বজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশের অস্তিত্ব জানান দিতে এবং দক্ষ লোকবল গড়ে তুলতে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) কাজ করছে।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের অস্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা এসব কথা বলেন।  

এর আগে কালিয়াকৈরের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সিন্ডিকেট সদস্যদের স্বাগত জানান।

পরে তিনি অস্থায়ী একাডেমিক ভবন, অস্থায়ী প্রশাসনিক ভবন, আইওটি ল্যাব, ফিজিক্স ল্যাব, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড সংযুক্ত স্মার্ট শ্রেণিকক্ষ, ক্লাউড বেজ থিংক ক্লায়েন্টসমৃদ্ধ কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক মডুলার ডাটা সেন্টারসহ অন্যান্য স্থাপনা তাদের ঘুরে দেখান।

পরে সেখানেই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডিইউ সভাপতি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় পাওয়ার পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মাই বিডিইউ মোবাইল অ্যাপ, এক্সাম ম্যানেজম্যন্ট সিস্টেম, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক), অনলাইন অ্যাডমিশন পোর্টাল, জব পোর্টাল, রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম উপস্থাপন করা হয়।  

সভায় বিডিইউ সিন্ডিকেট সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মুবিন খান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সভাপতি আব্দুস সবুর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিডিইউ-এর অধ্যাপক ড. আখতারুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর প্রমুখ। সভায় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা।

এদিকে অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব এবং বিডিইউ-এর বিদায়ী সিন্ডিকেট সদস্য মোহাম্মদ শহীদুল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।