bangla news

বরিশাল বোর্ডে এসএসসির ফরম পূরণে সময় বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-২০ ৩:৫৫:৩০ এএম
বরিশাল শিক্ষা বোর্ড।

বরিশাল শিক্ষা বোর্ড।

বরিশাল: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, টিটি করার শেষ সময় ২৪ নভেম্বর।

বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করা যাবে বলে জানা গেছে।

ম্যানুয়াল পদ্ধতিতে ফরম পূরণ গ্রহণ করা হবে না বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমএস/একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-20 03:55:30