bangla news

ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নবীনবরণ-বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৪ ১:৫৬:১৮ পিএম
নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক এসএম মজিবুর রহমান। প্রধান পৃষ্ঠোপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

পৃষ্ঠোপোষক হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি তবারক উল্লাহ চৌধুরী বায়োজিদ।

বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবুল খায়ের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন প্রফেসর এবিএম আবু নোমান। এছাড়া অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর মো. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আবুল কাশেম, আইন বিভাগের চেয়ারম্যান সিনিয়র প্রভাষক মো. আয়াতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সাইফুদ্দিন শাহ।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম ব্যাচের শিক্ষার্থী সাইদ ইশতিয়াক, নবম ব্যাচের শুভেচ্ছা ভৌমিক। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২০তম ব্যাচের সাবরিনা আক্তার বৃষ্টি।

অনুষ্ঠানে ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭ম, ৮ম, ৯ম ও ১০ম ব্যাচের বিদায় এবং ১৮তম ও ১৯তম ব্যাচের নবীনবরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসএইচডি/এসএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ফেনী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-14 13:56:18