bangla news

খুবির পরিবহনপুলে যোগ হলো দুই বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১২ ৭:০৮:৩৪ পিএম
খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে নতুন বাসের উদ্বোধন করছেন। ছবি: বাংলানিউজ

খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে নতুন বাসের উদ্বোধন করছেন। ছবি: বাংলানিউজ

খুলনা: শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)  পরিবহনপুলে নতুন দুইটি বাসের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে এই বাসের উদ্বোধন করেন। পরে মোনাজাত করা হয়।

এ সময় বিভিন্ন স্কুলের ডিন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ পরিবহনপুলের পরিচালক ও পুলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাস দুইটি আগামীকাল ক্যাম্পাস থেকে ফুলতলা উপজেলা এবং ক্যাম্পাস থেকে নগরীর শিল্পাঞ্চল খালিশপুর রুটে চলবে।

বাংলাদেশ সময়:  ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমআরএম/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   খুলনা বিশ্ববিদ্যালয়
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-12 19:08:34