ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

হলের তালা ভেঙে বিক্ষোভে জাবি ছাত্রীরা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৭, নভেম্বর ৬, ২০১৯
হলের তালা ভেঙে বিক্ষোভে জাবি ছাত্রীরা

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে হলের তালা ভেঙে বিক্ষোভে নেমেছেন ছাত্রীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রীদের হলের দিকে যায়।

সেখানে প্রতিটি হলে ঢুকে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান ছাত্রীরা।

হলের ফটকে তালা দিয়ে প্রশাসন ছাত্রীদের ভেতরে আবদ্ধ করে রাখলে ছাত্রীরা তালা ভেঙে হলে ঢুকেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, বেগম সুফিয়া কামাল হল, প্রীতিলতা হল, জাহানারা ইমাম হলের তালা ভেঙে ভেতরে ঢুকেন ছাত্রীরা।

অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করছেন। তবে অনেকে ক্যাম্পাসও ছেড়েছেন।

রাত সাড়ে ১০টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভ চলছে।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।