ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে চলছে ভর্তিপরীক্ষা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
শাবিপ্রবিতে চলছে ভর্তিপরীক্ষা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস ও শহরের ৩৩টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। যা চলবে বেলা ১১টা পর্যন্ত।

 এই ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৭ হাজার ৩৯ জন শিক্ষার্থী।

অন্যদিকে শনিবারই দুপুর আড়াইটায় ৪৬টি কেন্দ্রে ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার তিনটি ইউনিটের ২৮টি বিভাগের অধীনে এক হাজার ৭০৩টি আসনের বিপরীতে ৭০ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।