ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

শিক্ষা

স্টক মার্কেটে বিনিয়োগের আগে আদ্যোপান্ত জানতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
স্টক মার্কেটে বিনিয়োগের আগে আদ্যোপান্ত জানতে হবে সেমিনারে বক্তব্য রাখছেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। ছবি: বাংলানিউজ

ফেনী: স্টক মার্কেটে বিনিয়োগের আগে আদ্যোপান্ত ভালোভাবে জানতে হবে বলে মন্তব্য করেছেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ইউনিভার্সিটির মিলনায়তনে ফেনী ইউনিভার্সিটি বিজনেস স্টুডেন্ট ফোরামের আয়োজনে ও রয়্যাল ক্যাপিটালের সহযাগিতায় ‘বেসিক অব স্টক মার্কেট ইনভেস্টমেন্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রফেসর তায়বুল হক বলেন, ‘দেশের অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর স্টক মার্কেট।

তাই এখানে বিনিয়োগ করতে হলে এর সম্পর্কে সামগ্রিক জ্ঞান থাকতে হবে। তাহলে বিনিয়োগ পরবর্তী ঝুঁকি এড়ানো সম্ভব। ’

ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ও ডিন কমিটির আহ্বায়ক আবুল কাশেমের সভাপত্বিতে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের ও রয়্যাল ক্যাপিটাল ফেনী ব্রাঞ্চের ম্যানেজার হারুন ডব্লিউ বি চৌধুরী।

দিন ব্যাপী এ সেমিনারের দ্বিতীয় পর্বে স্টক মার্কেটে বিনিয়োগ সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন করেন রয়্যাল ক্যাপিটাল ফেনী ব্রাঞ্চের ম্যানেজার হারুন ডব্লিউ বি চৌধুরী, সিনিয়র রিসার্চ অ্যানালাইসিস্ট ইকরামুল আলাম ও রিসার্চ অ্যানালাইসিস্ট রাকিবুল হোসেন।

সেমিনারে শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।