ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ছাত্রলীগের নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর ঘোষণা চান নুর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ছাত্রলীগের নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর ঘোষণা চান নুর রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশে বক্তব্য রাখছেন ভিপি নুর/ছবি: শাকিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: আর কোন সাধারণ ছাত্র ছাত্রলীগের নির্যাতনের শিকার হবে না- প্রধানমন্ত্রীকে এমন ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গণপদযাত্রা শেষে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের বিচার চেয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডাকসু ভিপি বলেন, ছাত্রলীগ একটি শোকর‌্যালি করেছে। কিন্তু এটি তো তাদের কার্যক্রম নয়। আমরা বলবো, প্রধানমন্ত্রী ঘোষণা দিক, আর কোনো সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগের নির্যাতনের শিকার হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নুর বলেন, আমি বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনাকে ধারণ করে ছাত্রলীগ করেছি। আমি যখন দেখেছি ছাত্রলীগের মধ্যে থেকে সাধারণ ছাত্রদের স্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করতে হয় তখন আমি ছাত্রলীগ থেকে সরে গেছি। আমাকে কেউ ছাত্রলীগ থেকে বহিষ্কার করেনি। ছাত্রলীগের যে সন্ত্রাসী রূপ সেটা সারা জাতি দেখেছে, বিশ্ব দেখেছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে নিজের প্রতিক্রিয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই যুগ্ম-আহ্বায়ক বলেন,
বুয়েটে যদি ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সারা বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম হবে। নিরাপদ সড়কের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, আজ আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে আন্দোলন রাজনীতি সচেতন শিক্ষার্থীদের আন্দোলন। রাজনীতি যদি বন্ধ করে দেওয়া তাহলে সেটি আমাদের জন্য ভয়ংকর পরিণতি ডেকে নিয়ে আসবে। দেশকে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করবে। তাই সন্ত্রাসী ছাত্ররাজনীতি বন্ধ চাই আমরা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা অক্টেবর ১০, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।