bangla news

বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৮ ১:৫৮:১৫ এএম
বিশ্ববিদ্যালয়ের লোগো ও ভারপ্রাপ্ত উপাচার্য। ছবি: বাংলানিউজ

বিশ্ববিদ্যালয়ের লোগো ও ভারপ্রাপ্ত উপাচার্য। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শাহজাহান।

সোমবার (৭ অক্টোবর) অধ্যাপক শাহজাহান বিষয়টি জানান।

তিনি বশেমুরবিপ্রবি’র ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

অধ্যাপক ড. মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো চিঠি হাতে পাইনি। বিশ্ববিদ্যালয় ৯ অক্টোবর খুলবে। খুললেই চিঠি পেয়ে যাবো।

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন। ‍শিক্ষার্থীরা সাবেক ভিসি’র বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ এনে লাগাতার ১২ দিন আন্দোলন করেন।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এইচএডি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-08 01:58:15