ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জিনিয়াকে বহিষ্কারের প্রতিবাদে ববিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
জিনিয়াকে বহিষ্কারের প্রতিবাদে ববিতে মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও দ্য ডেইলি সানের প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আলোকিত বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামস জেবিনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এসময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন জিনিয়াকে অন্যায়ভাবে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে  নগণ্য একটি পোস্টের কারণে তাকে বহিষ্কার করার মাধ্যমে বশেমুরবিপ্রবি প্রশাসন মূলত তাদের দুর্নীতি ও অনিয়মের সব অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন।

 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ববি শিক্ষার্থী সোহেল রানা, জয়নাল আবেদিন, তারিক, রাজু প্রমুখ, সঞ্চালনা করেন সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাকিব-আল হাসান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।