ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

জাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাচ ডে পালন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
জাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাচ ডে পালন ব্যাচ ডে উপলক্ষে জাবি শিক্ষার্থীদের র‌্যালি, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাচ ডে পালন করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী।

এই উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থী একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে তাদের আয়োজন শেষ হয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বাংলানিউজকে জানান, ‘আমরা যথাসময়ে আমাদের ব্যাচ ডে পালন করতে পারিনি। এর ফলে আজকে এ আয়োজন করেছি। আমরা একটা র‌্যালি করেছি। আর সবাই দুপুরে একসঙ্গে খাওয়া-দাওয়া করবো। ’

ব্যাচ ডে পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে সাদ্দাম বলেন, ‘আমরা এটা জানতাম না। আর আমাদের বড়ভাইয়েরও আমাদের এ বিষয়ে কিছু বলেনি। ’

এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফী বলেন, ‘তাদের র‌্যালির বিষয়ে আমি আগে থেকে জানতাম না। জানা মাত্র প্রক্টরকে অবহিত করেছি। পরে প্রক্টর তাদের হলে পাঠিয়ে দেন। ’

নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে আব্দুল্লাহ হেল কাফী বলেন, ‘এটা হলের অভ্যন্তরীণ কোনো ঘটনা নয়। তাই এ ব্যাপারে হল ব্যবস্থা নিতে পারে না। ’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘জানা মাত্রই তাদের হলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেবো।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং প্রতিরোধের জন্য ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ব্যাচ ডে পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।