ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ভূরুঙ্গামারী পাইলট স্কুলের শতবর্ষ উদযাপনে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
ভূরুঙ্গামারী পাইলট স্কুলের শতবর্ষ উদযাপনে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন- শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯২০ সালে প্রতিষ্ঠিত ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের বর্ণাঢ্য ডিসপ্লে, র‍্যালি, আলোচনাসভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে।  

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এ আয়োজনে অংশ নিতে রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়। এরই মাঝে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে কুড়িগ্রাম প্রেসক্লাব।

উদযাপন কমিটির সদস্য সচিব শাহজাহান আলী, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, সদস্য ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক আবু ইব্রাহিম, সাংবাদিক আনোয়ারুল হক, এমদাদুল হক মন্টু, চৌধুরী শারমিন শামস মণি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।