bangla news

জবির প্রথম সমাবর্তন বক্তা অরুণ কুমার বসাক

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০১ ৫:৫২:১৫ পিএম
অধ্যাপক ড. অরুণ কুমার বসাক

অধ্যাপক ড. অরুণ কুমার বসাক

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এমিরেটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।

রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ পদার্থবিজ্ঞানীকে সমাবর্তন বক্তা করার সিদ্ধান্ত হয়।

অরুণ কুমার বসাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস অধ্যাপক। তিনি ১৯৭৫ সালে লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আগামী ১১ জানুয়ারি প্রথমবার সমাবর্তনের আয়োজন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
কেডি/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   জগন্নাথ বিশ্ববিদ্যালয়
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-01 17:52:15