ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কুবিতে ভর্তি আবেদন শুরু রোববার

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
কুবিতে ভর্তি আবেদন শুরু রোববার

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া রোববার (১ সেপ্টেম্বর) থেকে শুরু। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রাত-দিন যেকোনো সময় করা যাবে আবেদন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিট ভেদে আবেদন ‘ফি’ নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। আবেদন ‘ফি’ দেওয়া যাবে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে।

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর সকালে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর দুপুরে এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর সকালে অনুষ্ঠিত হবে।  

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www. cou.ac.bd পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।