bangla news

বঙ্গবন্ধুই ভারতীয় মিত্র বাহিনীকে ফেরত পাঠিয়েছিলেন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৯ ৫:০৮:১৩ পিএম
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ছবি: বাংলানিউজ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধুই দেশে ফিরে ভারতীয় মিত্র বাহিনীকে ফেরত পাঠিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু দেশে ফিরে ভারতীয় মিত্র বাহিনীকে ফেরত পাঠান। ভারতীয় আমলারা এদেশে ভালো অবস্থান করে নিয়েছিল। স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই বঙ্গবন্ধু ভারতীয় সরকারের সঙ্গে চুক্তি করে তাদের ফিরিয়ে দেন।

উপাচার্য বলেন, মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি হল রাষ্ট্র, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন। 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রানী সরকারের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, নীল দলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, প্রক্টর ড.মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
কেডি/এসএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-29 17:08:13