ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইউল্যাবে উচ্চশিক্ষার মান নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ইউল্যাবে উচ্চশিক্ষার মান নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন বক্তব্য রাখছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, ছবি: সংগৃহীত

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) উচ্চশিক্ষা সম্পর্কিত প্রথম সিইটিএল (সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং) সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইউল্যাবের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

এসময় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষায় সবচেয়ে প্রধান সমস্যা হলো মান। এই সমস্যা পাবলিক এবং প্রাইভেট দু’জায়গাতেই আছে। উচ্চশিক্ষায় আমাদের পরিমাণগত কোনও সমস্যা নেই। যদি আমাদের সেই সমস্যা থাকতো, তাহলে আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় থাকতো না।

বিগত ১০ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ কারণে ১৫০টি বিশ্ববিদ্যালয় চলমান থাকার পরেও আরও ১০০টির মতো আবেদন জমা পড়ে আছে। আমাদের সময় উচ্চশিক্ষায় পরিমাণগত সমস্যা ছিল। কারণ, তখন এত বিশ্ববিদ্যালয় ছিল না। বাচ্চাদের স্কুলে পাঠানোর ইচ্ছা থাকলেও পাঠানো যেতো না। কারণ, যথেষ্ট স্কুল ছিল না। এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। কিন্তু মূল সমস্যা হলো মানসম্পন্ন শিক্ষা। ’

প্রথম দিনে প্লেনারি সেশনে অংশ নেন ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ওমর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর সৈয়দা তাহমিনা আখতার, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ান খান। এ প্লেনারি সেশনের সেশন চেয়ার ছিলেন অধ্যাপক ইমরান রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী ইনাম আহমেদ। এছাড়া ইউল্যবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক শিক্ষার্থী, অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই সম্মেলনে দেশি-বিদেশি ৫০ জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন। তারা তাদের গবেষণা নিবন্ধ সম্মেলনে উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।