ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৩ দিনের ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৩ দিনের ছুটি ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবনের ছবি

বরিশাল: ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ১৩ দিনের ছুটি পাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস শাখায় নিয়োজিতরা পাচ্ছেন ৯ দিনের ছুটি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ছুটির ঘোষণা দেওয়া হয়।

নোটিশ উল্লেখ করা হয়, আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ২০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে এবং আগামী ১১ আগস্ট (রোববার) থেকে ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত ৯ দিন অফিসের সব কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ নোটিশে আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ডিসপ্যাচ শাখা ও সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা চালু থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।