ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

১৪ দিনের ছুটিতে কুবি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
১৪ দিনের ছুটিতে কুবি

কুবি: পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে। মঙ্গলবার (৬ আগস্ট) থেকে এ ছুটি শুরু হয়ে শেষে হবে আগামী ২০ আগস্ট (সোমবার)। তবে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ আগস্ট থেকে।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।  

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

১৬ আগস্ট থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। আর একাডেমিক কার্যক্রম শুরু হবে ২০ আগস্ট থেকে।

এদিকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। হলগুলো আগামী ১৭ আগস্ট খোলা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।