ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

দুস্থদের মশারি দিল আইইউবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
দুস্থদের মশারি দিল আইইউবি দুস্থদের মধ্যে মশারি বিতরণ করেছেন আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন।

ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকায় দুস্থ মানুষের মধ্যে ১ হাজার দুইশ ৫০টি বড় সাইজের মশারি বিতরণ করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

রোববার (৪ আগস্ট) আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন কল্যাণপুর এলাকায় উপস্থিত থেকে দুস্থদের মধ্যে মশারি বিতরণ করেন।

মশারি বিতরণকালে উপস্থিত ছিলেন আইইউবির রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদের ড. নাফিসা হকসহ শিক্ষার্থীরা।

সোমবার (৫ আগস্ট) কর্মসূচির অংশ হিসেবে জনগণকে সচেতন করতে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন।

র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।