ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইডব্লিউইউ বিজনেস ক্লাব উদযাপন করলো প্রতিষ্ঠার ২০ বছর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ইডব্লিউইউ বিজনেস ক্লাব উদযাপন করলো প্রতিষ্ঠার ২০ বছর

ঢাকা: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) বিজনেস ক্লাব প্রতিষ্ঠার ২০ বছর উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘ব্রিফকেস-২০১৯’ শিরোনামে ব্যবসাকৌশল বিষয়ক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। 

সম্প্রতি এক অনুষ্ঠানে এ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী ও অধ্যাপক এম.এম. শহীদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের স্পন্সর রুচি’র পক্ষে পারভেজ সাইফুল ইসলাম ও স্কয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ ও ক্লাবের মডারেটররা উপস্থিত ছিলেন।



মডারেটরদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিলভিয়া আক্তার বিজনেস ক্লাবের বিস্তারিত তুলে ধরেন।

১৯৯৯ সালে ইডব্লিউইউ বিজনেস ক্লাব যাত্রা শুরু করে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এইচজে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।