ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

উৎসব ভাতার চেক পেলেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
উৎসব ভাতার চেক পেলেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর লোগো

ঢাকা: এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
 
বৃহস্পতিবার (১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৮ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ঈদুল আজহার উৎসব ভাতার সরকারি অংশ তোলা যাবে।


 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।